বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

আর্তনাদ (নীল কাব্য ৪)

আর্তনাদ
নীল

জীবনটা যদি পেন্সিলে লেখা কাগজ হত,
আমি বাঁচার আশা করতাম।
আমার কৃত সব ভুল, জীবনের মন্দ গল্প,
সব মুছে দিতাম ইরেজার দিয়ে।
জীবন খাতার অসীম খাতায়,
ভুলের ব্যাখ্যা প্রতি পাতায়,
আমি জানি না, আমার নিয়ন্ত্রক জানেন,
তিনিই জানেন ভুলের পরিমান কত!

খানিকটা তোমার জানা হলো আজ,
আর এটাই তোমার সয্য সীমা অতিক্রম করলো,
যে কারণে তুমি নিজেকে গগনের তারা করে নিলে।
তুমি কি বলতে পারবে,
আমার জীবন কেন পেন্সিলে লেখা কাগজ হলোনা?
আফসোস! আমার ভুলগুলো আর মুছা হলোনা।

শতবার চেয়েও পবিত্র হতে পারলাম না,
আমার বাঁচার আশা তাই ক্ষীণ হয়ে আসছে,
মরণ চোখের সামনে খেলা করছে,
যেকোনো সময় সে জয় লাভ করবে।

আমি লজ্জিত অপদস্ত মস্তকে তা দেখছি আর ভাবছি,
ভুল করা জীবন খাতা
আর তোমার অনন্ত যাত্রা।
তোমার কাছে করা ভুলগুলো আর মুছা হলোনা,
এই ভেবেই কষ্ট পাচ্ছি, আর কষ্ট পাচ্ছি-
জীবন কেন পেন্সিলে লেখা কাগজ হলো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন