শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

তোমাকে ভালবাসব (নীল কাব্য ৮)


তোমাকে ভালবাসব
নীল

তোমাকে আমি কতো ভালোবাসি বলতে পারবনা,
আমার কাছে যদি প্রশ্ন করা হই:
তোমার জন্য আমি কতোখানি ভালবাসা জমা রেখেছি,
আমার হৃদয়ের কতটা জায়গা তোমার নাম লিখা অথবা,
অন্য আরো কোনো প্রশ্ন তোমাকে নিয়ে; আমি উত্তর করতে পারবনা।
আমি শুধু জানি-
আমি তোমাকে ভালোবাসবো
শিশির ভেজা শিতের সকালে,
চৈত্রের তপ্ত দুপুরে,
আশ্বিনের ঝিরি ঝিরি বারি বরষণে।
প্রভাতের দক্ষিণা বাতাসে,
গুধুলি লগণে অস্তিমিত সূর্যের বর্ণিল আলোতে,
ঝিঁঝিঁ ডাকা আধারি নিশিতে-
আমি তোমাকে পরাণ উজাড় করে ভালবাসবো।
প্রকৃতির প্রতি রুপে, প্রতি সাঁজে
আমি তোমাকে দেখব আর, ভালবাসবো।
শুধু বলতে পারবনা আমার ভালবাসার পরিমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন