রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

তোমাকে নিয়ে ভাবতে ভালবাসি (নীল কাব্য ৯)


তোমাকে নিয়ে ভাবতে ভালবাসি
নীল

অন্তরালে ভাবি তোমার কথা, হৃদয়ে যে তোমারি নাম লিখা;
নিশি আমার কাল হয়ে যায়, বিরাম নায় মনের...
অভিরাম ভেবে চলা নীল আকশের অম্বরি যে ভাবে ভাসে।
মনের উঠুনে শিতল পাটিতে, আর মনের ভিতরের
গাছের ডালে তোমার বাধা পিঁড়ির দুলনাতে বসে
পশ্চিমা পবনে শিতল হয়ে দুলছ তুমি।
অলিক এমন অনেক চিন্তায় সরগরম আমার শির!
অজানা এক সময়ে আমার চিন্তা শেষ হবে,
তখন তোমাকে আর দেখা হবে না। সেই দিনকে
বরনের ডাল আমি সাজিয়ে রেখেছি, তোমাকে নিয়ে
আমার অলিক স্বপ্ন শেষ হলে আমি বরন করে নিব সেই দিনের মৃত্যু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন