রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

যে দুখের নাই কোনো সীমানা

গতকাল রাতে (১৪/১০/২০১২) এক অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হই। অনেক কষ্ট পেয়েছি। কষ্ট পেলে যা করে তাই করেছি। তবে বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়েছি। কষ্ট যখন খুব বেশি লাগছিল তখন আম্মার কথা মনে পরছিল। তবে আপন জনের বা আপনজনের ষড়যন্ত্রে যখন কষ্ট পেতে হই তার কোনো সীমা থাকে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন