আজ থেকে শুরু করলাম নুতন করে নুতন ডায়রি লিখা। যদিও এটা অনলাইন ডায়রি তুবুও ভালো লাগছে এই ভেবে যে আমার জীবনের বেক্ত অবেক্ত সব কথা এখানে থাকবে। মাঝে মাঝে কবিতা লিখি, প্রকাশ করার জায়গা পেতামনা। কোনো দৈনিক নিশ্চয় আমার লিখা চাপাবেনা। এখানে আমার অবাদ স্বাধীনতা, বানান ভুল করব, যা ইচ্ছা তাই লিখব। তাই পথ চলা আজ হলো শুরু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন