মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

জীবন কাব্য (নীল কাব্য ১)

জীবন কাব্য
নীল

আমি কবি নই, তবুও আমার জীবন কাব্যিক,
এই জন্যে আমাকে কবি হতে হবে তাও নয়।
আমার জীবন লিখা নিশ্চয় কোনো কবি লিখেছে, আর আমি
আমি সেই লিখার মানচিত্রে ভ্রমন করছি মাত্র।
আমার কোনো সাধ্য নেই মানচিত্র অতিক্রম করার,
জীবন ভাগ্য মরণ ভাগ্য কবির নিজের হাতে লিখা।
তবুও ইচ্ছে হয়, কবির লিখা অতিক্রম করার!
যদি পারতাম আকাশটাকে বাড়ি বানাতাম,
পাখিটাকে গান শেখাতাম, বা নিজেই পাখির গান করতাম।
দিবাকর দূরে ঠেলে শশীকে আপন করতাম,
ওপারের ডাকে সাড়াহীন থেকে এই ধরাতে রয়ে যেতাম।
এসব আমি পারব না, শুধু আমার জীবন লিখায় নেই বলে।
কবি, আমার কবি, মহাজাগতিক কবি,
তোমাকে ধন্যবাদ এবং আমি কৃত্তজ্ঞ
আমাকে এই অপরূপা ধরিত্রীর বুকে ভ্রমণের সুযোগ দেয়ার জন্যে,
ওপারে তোমার আরশ পাব এই আশায় জীবন মায়া ছাড়তে চাই।
কবি তোমার প্রশংসা করি আর আমাকে ভালো রেখো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন