আমি জানি
নীল
মনে আমার দুঃখ আছে, কেউ জানেনা আমি জানি।
হৃদয় আমার নিথর পাথর, কেউ জানেনা আমি জানি।
আমি জানি,
কেন মন আজও কাঁদে,
পাথর হৃদয় আজও কাপে।
আমি জানি,
কেন মন আজও কাঁদে,
পাথর হৃদয় আজও কাপে।
রবির প্রখর কিরণ, নিশিথ শশীর আলো অথবা
হাজার তারার ঝলকানি-
কেন মনকে আর আলোকিত করেনা;
কেন মনকে আর আলোকিত করেনা;
আকশের নীল রং, সাতরঙা ধনুক অথব
পাহাড়ের সবুজ-
পাহাড়ের সবুজ-
কেন হৃদয় পুলকিত করেনা;
পাখির মধুর ডাক, নদীর ডেউয়ের কলকলানি অথবা
শুভ্র কাশের বাতাসে দুলন-
শুভ্র কাশের বাতাসে দুলন-
তাকে আর কেন হাসাতে পারেনা;
কেউ জানেনা আমি জানি।
কেউ জানেনা আমি জানি।
কিসের দুঃখে মন আজ স্বপ্নহীন,
কেন স্বপ্নে লাল শাড়ি পরা সপ্তর্ষি আসেনা আর,
মেহেদী রাঙ্গা হাত কেন নেয় বুকের উপর,
কেউ জানেনা আমি জানি।
কেউ জানেনা আমি জানি।
পেঁয়াজের ভাজে কুপির অনলে কাজল ফেলে-
সে কাজলে চোখ রাঙিনো পল্লীবালা মন আর
স্বপ্নে দেখেনা।
কেন তার স্বপ্নে আর আসেনা কোনো স্বপ্ন পরী,
আসে না কোনো মেঘ বালিকা- তা আমি জানি।
আসে না কোনো মেঘ বালিকা- তা আমি জানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন