চিঠি
নীল
প্রিয় নীলা,
আন্তঃআনবিক সম্পর্কে বাধা পরেছি আমি;
মনের অণুগুলো একটা টান অনুভব করছে,
মনে হচ্ছে, আমার ভালো'লাগার পরিসর
ছোট হচ্ছে দিন-কে-দিন। আগে যা মহাকাল বিস্তৃত ছিল,
আমার সেই ভালো লাগা আজ তুমি কেন্দ্রিক।
নতুন একটা বল ক্রিয়া করছে আমার মাঝে;
আত্মা কেন্দ্রিক বল বললে ভুল হবেনা।
বুঝতে পারছি, আমার মাঝে যে মহাকর্ষ বল ছিল
তা আজ অভিকর্ষ বলে রূপ নিয়েছে।
আর তাই তোমাকে অনেক কাছে
আমার হৃদয়ের দুয়ারে অনুভব করছি।
আমার মনে আমি দোলন অনুভব করছি;
পেন্ডুলামের মত দোলছে আমার মন,
এপাশ-ওপাশ, ওপাশ-এপাশ করছে,
শুধু কেন্দ্রে স্থির হচ্ছে না। একটু সময় নিয়ে
পেন্ডুলাম দোলোকের কেন্দ্রে যেমন স্থির হয়,
আমার দোদুল্লমান মনও স্থির হবে,
আর সেই স্থির মনের কেন্দ্র হবে তুমি।
আর পরিশেষে আমি তোমাকে জানাতে চাই,
আমি একটা নতুন সম্পর্কাবস্থা ঠিক করেছি;
তুমি আর আমি মিলে সমযোজি সম্পর্ক করব।
আমাদের কোনো ঋণ থাকবে না, আমাদের
কেন্দ্র হবে এক। যেখানে আমাদের স্বপ্ন সুখ
আমারদের ভালবাসা থাকবে;
যা শুধু তোমার জন্যে আর আমার জন্যে।
ইতি,
নীল