সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
অধরা
অধরা
নীল
তোমার ছবি আঁইকাছি মনের ক্যানভাসে,
আলো-ছায়ার মইধ্যেও তুমি বড়ই অস্পষ্ট।
ভালোবাসা দিয়াছিতো অনেক, পাই নাই তো কিছুই ফেরত,
হৃদয়ের গভীরে শুধু সঞ্চিত হইছে ব্যথা বেদনা।
তোমার নাম বাতাসে ডাকে অস্পষ্ট আওয়াজে,
ঐদিকে তোমার হাসির সরসর শব্দ শুনা যায় মরীচিকার ভাঙ্গনে।
ভালোবাসার ছোঁয়া যেন কচু পাতায় বৃষ্টির ফোঁটা,
স্পর্শ কইরা যায় ঠিকই, শুধু ভিজাইয়া দেয় না।
আজীবন প্রেমের মরুভূমিতে আমি একা পথিক হইয়া রইলাম,
তবুও তোমারে পাওয়ার আশায় পথ চলি।
হৃদয় আঁকরাইয়া ধরছে শূন্যতার সুর,
তবুও খুঁজি তোমারে, খুঁজতে হবে চিরকাল।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন