রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মৃত পৃথিবীর ঘোষণা

মৃত পৃথিবীর ঘোষণা নীল তারা কল্পনার ছুরি চালায় মানচিত্রের বুকে, রক্তের রেখায় আঁকে নতুন সীমানা, আকাশে বন্দুকের গর্জন, মাটিতে বোমার আওয়াজ, এই পৃথিবীর প্রতিটি কোণে আজ মৃত্যুর প্রার্থনা। শিশুরা জন্মায় না আর আলোতে, তাদের শ্বাসে ভরে ওঠে বিষের ধোঁয়া, যুদ্ধের কোলাহলে চাপা পড়ে কান্না— তারা জানে না, ঘুম কেমন স্বপ্নহীন হতে পারে। নারীরা শূন্য চোখে তাকিয়ে থাকে পোড়া গৃহের দিকে, তাদের বুকের দুধ শুকিয়ে গেছে আগুনে— এখানে জীবনের বদলে মৃত্যুই একমাত্র উত্তর, তাদের কোল জুড়ে শুধুই নিথর শরীর। পুরুষেরা হারায় যুদ্ধের ময়দানে, তাদের হাত থেকে ফসকে যায় অস্তিত্বের শেষ দাগ, তাদের নাম লেখা হয় না আর কোনো ইতিহাসে, তারা হয়ে ওঠে একেকটি সংখ্যা, অদৃশ্য অস্তিত্ব। তারা বসেছে সভায়, হিসাব কষছে লাশের, তাদের চোখে নেই কোনো অনুশোচনা, তাদের ভাষায় নেই কোনো মানবতা। তারা জানে, যুদ্ধ মানে মুনাফা—আর মৃত্যু মানে ক্ষমতা। এই পৃথিবী আজ বসবাসের জন্য অযোগ্য, তারা বুনেছে ধ্বংসের জাল— তারা শিখিয়েছে, কিভাবে বাঁচতে হয় মিথ্যার ছায়ায়, তারা জানে না কিভাবে মানুষ বাঁচে সত্যের আলোয়। পৃথিবীর নদী আজ বিষাক্ত, মাটি আজ মৃত, আকাশ কালো ধোঁয়ায় ঢাকা, জীবনের প্রতিটি স্পন্দন আজ থেমে যায়, তারা এই পৃথিবীকে পরিণত করেছে এক শ্মশানে। আর কোনো আলো নেই— কেবল আগুন, কেবল মৃত্যু। তারা জানে না, এই পৃথিবী তাদেরও নয়, তারা জানে না, ধ্বংসের শেষে তাদেরও পতন অনিবার্য। তারা এখনো খেলছে যুদ্ধের খেলায়, আমরা শুধু দেখছি, নির্বাক, অনড়— এই পৃথিবী আজ আর পৃথিবী নয়, এটা কেবল ধ্বংসের এক অন্ধকার মঞ্চ। তারা জানে না, এখানে আর কোনো গান বাজবে না, তারা জানে না, এই মাটির বুক থেকে আর কোনো বৃক্ষ জন্মাবে না। তারা জানে না, আমরা সবাই হারিয়ে গেছি— এই মৃত পৃথিবীর সঙ্গে, চিরতরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন