মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিস্মৃতি

বিস্মৃতি 

নীল


বাধা ঘরে আছে সেই চেনা গন্ধ,  

হাত বাড়িয়ে স্পর্শ করি অনুভবের ধূসরতা।  

একাকীত্বের চাদরে জড়িয়ে  

তবুও কেন মনে হয়, আছি আমরা একসাথে।  


মায়াবী সে হাসির খেলা,  

এখন শুধু অবশিষ্ট হাসির ছায়া।  

ভালোবাসার শব্দগুলো মুছে গেছে,  

শুধু নীরবতা ভাসে বাতাসে।  


মনের মাঝে বহে যায় বিষাদের নদী,  

অনুভূতির ক্যানভাসে আঁকি দুজনের বিচ্ছেদ।  

অপেক্ষার প্রহর আর সময়ের সাক্ষী,  

একাকিত্ব যেন বাঁধা আমাদের মাঝে।  


স্মৃতির অলিগলি পেরিয়ে,  

হৃদয়ের পর্দায় ভেসে ওঠে তোমার ছবি।  

আশায় বাঁধা পথ, এখন কেবলি অচেনা লাগে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন