সন্ধ্যার শোক
নীল
ভাগ্যের নিষ্ঠুর হাত তার দীপ্তি কেড়ে নিল, কিছু দিনের জমানো স্বপ্ন মিশে গেলো অর্ধ-স্মৃতি কুয়াশাতে। নদীর জলে তার ছায়া আঁকা হয়েছে চিরকাল, গাছের পাতায় তার নাম রাখা হয়েছে চিরকাল। ঠোঁটে তোলা অবেক্ত সব সুর অপূর্ণ রেখে নতুন যাত্রা শুরু, বাতাসের ফিসফিসে রেখে যাওয়া কথা অন্তহীন অন্ধকারে মিলিয়ে গেল। আকাশের ছায়া ঘনিয়ে এসেছে, সময় বাঁধ ভেঙেছে অকাল, সন্ধ্যার নিয়ন লাইটে হাটা হবে না তার, ভেজা হবে না আর বৃষ্টিতে। একটি ফাঁকা শূন্যতা , একটি লেগে থাকা গন্ধ, একটি অপ্রকাশিত আক্ষেপ, থেকে যাবে চিরকাল বর্তমান। সন্ধ্যার শোকে স্তব্ধ হলো মন, স্মৃতির ঝিরিঝিরি বাতাসে শিশিরে না ভেজা গোলাপের মতো একজন চলে গেল অসময়ে আপন মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন