বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

আত্মসন্ধান

আত্মসন্ধান নীল নদীর ধারে গোধলী মাখা সন্ধ্যা, পুরনো সময়ের অনাকাঙ্খিত গল্প ফিরে আসে নদীর জলে। বাড়ির পেছনে আছে অজানা এক কোণা, নদীর খেয়ালি ঢেউয়ের স্পন্দনে তাতে ছুয়েছে জীবন। সেখানে সবুজ ঘাসের আছে গল্প, নদীর আছে কিছু আলাপ, আছে অসীম স্মৃতির অসমাপ্ত কিছু কোলাহল। ফেরিওয়ালা ফিরে আসে সময়ের পারাপারে, স্মৃতির কাঁটা ছোঁয়া তার ব্যস্ত চলাচলে। ফেরি না হওয়া দুঃখগুলো ভাসিয়ে জলের ফেনায়, ফিরে যায় ফেরির বাক্সে বন্ধি মরচে পড়া স্মৃতি নিয়ে, চোখে নিয়ে যায় অজানা কিছু আভাস, বিস্মৃতি দুঃখ ফেরি শেষে ফিরে আর ফিরবেনা, কথায় তার না ফেরার পূর্বাবাস। "কী চাও?" প্রশ্ন করে নির্জন মন। কিছুই বলি না, শুধু রেখেছি চোখ তার চোখে, আরো কিছু অদ্ভুত প্রশ্ন এখনো করা বাকি জীবনকে। বাকি রেখে সেসব ভেতরের দুঃখ, স্মৃতি আর মুচড়ানো স্বপ্ন, সবই ছেড়ে দিয়েছি, নতুন জীবন সঞ্চারের আশায়, পুরোনোকে করেছি বিদায়, তবুও অদ্ভুত আরো কিছু প্রশ্ন থেকে যায়। সন্ধ্যায় গোধোলির নদীর ধারে, চারপাশ এখন অসীম শূন্য, এখানে কোন দুঃখ নেই, আছে শুধু জীবনের অদেখা অসীম রঙ। যদি জানতে চাও - সুখের বাজার কোথায়? তাহলে দেখ নিজেকে, আত্মার অন্তর সবকিছু তে পূর্ণ, শুধু খুঁজে নিতে হয়। জীবনের সকল স্মৃতি, সকল আবেগ, সবই আছে সেখানে, সন্ধ্যায় গোধোলির পরে নদীর তীরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন