শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

তুমি রাগ করেছো বলে আমার সাথে

তুমি রাগ করেছো বলে
নীল

সূর্যটা আজ আলো দিয়েছে নির্লিপ্ত ভাবে,
এমন হবে কে ভেবেছে চৈত্রের কাঠফাঁটা দুপুরে।

আসমানে মেঘের দোড়ঝাপ লেগেই ছিল,
এপাশ-ওপাশ ওপাশ-এপাশ, ভীষণ বেস্ততায় ছুটাছুটি-
তবে আজ চাতকতা আশাহতই রইলো,
এক ফোটাও যে জল পেলোনা তৃষ্ণা মিটাবে বলে।

হলদে পাতা ঝরতে দেখছি অনেক,
আজ সবুজ পাতার অঝোরে ঝরেছে,
গাছটাও মায়ায় জড়ায়নি,
পাতা ঝরিয়ে উদোম হয়েছে, সবুজের মায়া করেনি।

রক্ত জবারা কালো হয়েছে,
মাতাল করা রূপ হারিয়ে লুটিয়ে পরেছে,
আর পিঁপড়ার পায়ে পিষ্ট হচ্ছে।

ফড়িংয়ের দল মাঠেই ছিল,
উড়াউড়ি, দৌড়ঝাঁপ, সবসময়কার ব্যস্ততা-
কিছুই ছিলোনা, ঠায় দাঁড়িয়েছিল অলস হয়ে।

নিয়ম করে আজকেও সন্ধ্যা গোধূলি এসেছে,
লালচে কমলাটা আজ তেমন ছিলোনা,
নিলে রাঙা গোধলী আজ এসেছে।
বেদনার নীল গোধূলির গায়ে- কেউ দেখেনি, আজ দেখেছে।

আজ পূর্ণিমা, আকাশটাই যেন চাঁদের বাড়ি,
তবে জ্যোত্স্না ছিল খুব ফেকাসে-বিবর্ণ।
মনমরা চাঁদটাই শুধু ভেসে রয়েছে,
একাকিত্ব সে মেনেই নিয়েছে।



আজও রাত গভীর হয়েছে,
শরীরটাও বিছানা খুঁজে পেয়েছে।
তবে স্বপ্ন আসেনা চোখে,
মগজ খাচ্ছে চিন্তার হায়েনারা,
এমন আগে কখনো হয়নি,
যখন তুমি দখলে ছিলে বুকের বাঁপাশে।

আজ সবকিছু নিজেদের গুটিয়ে নিয়েছে,
তুমি রাগ করেছো বলে আমার সাথে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন