সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ভালোবাসার গল্প

ভালোবাসার গল্প
নীল

ভগ্ন হৃদয়, হৃদয়ের স্বপ্ন-
কি করে আসবে ফিরে,
কি করে পাবো তারে আগের মতো করে?
নিয়েছিল যে হৃদয় আমানত,
সে এখন পরের ঘরণী,
হয়তো ভুলে গিয়ে করেছে খেয়ানত।
হাতের পরশ এখনতো মনে পরে,
কালো কেশের সুভাষ,
অপলক দৃষ্টি,
এখন আর খুঁজেনা মোর।
মনে পরে অধরে অধর রেখে,
তার বুকেতে হাতের কারুকাজ,
আজ জায়গা নেই , অধিকার নেই,
সেখানে চলে অন্য জনের রাজ!
এ হৃদয় শুধু ভালোবাসতে জানে,
ইহকালে নাহয় পরকালে পাবো,
একথা রেখেছে মনে।
I love you, my angel, and always will.
I loved you then and I love you still.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন