দুঃখ বেচার গল্প
নীল
নদীর পাড়ে বিকেল,
অনেক দিন পরে রে।
বাড়ির পুবে নদী পাশ,
ছায়াটা তাই সোজা ঢেউয়ের বুকে।
সবুজ ঘাস, নদী পাড়, ঢেউ, ঢেউয়ের শব্দ, মুক্ত বাতাস, তুই-
কতো কিছুর পরে, বেশ একটা আড্ডা হবে আজ।
এখন আর দুঃখ হয়না রে,
ঐযে সেদিন আমি, হ্যাঁ- আমি,
দুতলার বারান্দাতে বসে-
কেউ একজন ফেরি করছিলো নিচে,
চলে যাচ্ছিলো, গিয়েছিলোও বেশ খানিটা দূরে।
খুব জোরে গলা ফাটিয়ে ডেকে,
বললাম তাকে- বেচার কিছু আছে, নিবে?
বলছিরে বাপ থাম, এতো তারা কিসের তোর?
সত্যি বলছি, দুঃখ থেকে অনেক দূরে হৃদয়,
ধড়ফড়া বুক ঘুম আর ভাঙ্গায় না,
প্লেটের খাবার শেষই করি, গলায় জমে না।
আনমনে আর বই পড়িনা এখন,
বইয়ের ভিতর আমায় পড়ি রে।
যাইহোক,
কি বেচবো জিজ্ঞেস করাতেই,
চিকমিকিয়ে উঠলো জেগে চোখ।
বললাম হেসে- পুরোনো কিছু দুঃখ আছে,
যদি নিতে হালকা হতাম বেশ।
চেয়েছিলাম এমনি দিয়ে দেই,
পয়সা ছাড়া এমনি নিবেনা সে।
ভালোই হলো, বেচে দিলাম সব।
পুরোনো আদর, চুমু, প্রেম, উষ্ণ অনুভব- সব।
বেচেই দিলাম সব।
এখন আমার দুঃখ নেই ঠিক,
দুঃখ বেচা পয়সাগুলো আছে।
সুখের বাজার চিনিস?
জানলে খবর দিস।
নিজের ভিতর নিজেই খুশি অনেক,
এমন সুখের দাম কি বেশি খুব?
যতই হোক কিনে নেবো সব,
নিজের ভেতর সাজিয়ে নেবো নীল রাঙা অনুভব।
নীল
নদীর পাড়ে বিকেল,
অনেক দিন পরে রে।
বাড়ির পুবে নদী পাশ,
ছায়াটা তাই সোজা ঢেউয়ের বুকে।
সবুজ ঘাস, নদী পাড়, ঢেউ, ঢেউয়ের শব্দ, মুক্ত বাতাস, তুই-
কতো কিছুর পরে, বেশ একটা আড্ডা হবে আজ।
এখন আর দুঃখ হয়না রে,
ঐযে সেদিন আমি, হ্যাঁ- আমি,
দুতলার বারান্দাতে বসে-
কেউ একজন ফেরি করছিলো নিচে,
চলে যাচ্ছিলো, গিয়েছিলোও বেশ খানিটা দূরে।
খুব জোরে গলা ফাটিয়ে ডেকে,
বললাম তাকে- বেচার কিছু আছে, নিবে?
বলছিরে বাপ থাম, এতো তারা কিসের তোর?
সত্যি বলছি, দুঃখ থেকে অনেক দূরে হৃদয়,
ধড়ফড়া বুক ঘুম আর ভাঙ্গায় না,
প্লেটের খাবার শেষই করি, গলায় জমে না।
আনমনে আর বই পড়িনা এখন,
বইয়ের ভিতর আমায় পড়ি রে।
যাইহোক,
কি বেচবো জিজ্ঞেস করাতেই,
চিকমিকিয়ে উঠলো জেগে চোখ।
বললাম হেসে- পুরোনো কিছু দুঃখ আছে,
যদি নিতে হালকা হতাম বেশ।
চেয়েছিলাম এমনি দিয়ে দেই,
পয়সা ছাড়া এমনি নিবেনা সে।
ভালোই হলো, বেচে দিলাম সব।
পুরোনো আদর, চুমু, প্রেম, উষ্ণ অনুভব- সব।
বেচেই দিলাম সব।
এখন আমার দুঃখ নেই ঠিক,
দুঃখ বেচা পয়সাগুলো আছে।
সুখের বাজার চিনিস?
জানলে খবর দিস।
নিজের ভিতর নিজেই খুশি অনেক,
এমন সুখের দাম কি বেশি খুব?
যতই হোক কিনে নেবো সব,
নিজের ভেতর সাজিয়ে নেবো নীল রাঙা অনুভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন