নীল
বাংলা তুমায় ভালোবাসি কতো
হৃদয় জুড়ে আমার রক্ত কণিকা যত।
অনেক কষ্টে পেয়েছি তোমায় কাছে
হারাতে চায়না সহশ্র বাধার মাঝে।
হৃদয় জুড়ে আমার রক্ত কণিকা যত।
অনেক কষ্টে পেয়েছি তোমায় কাছে
হারাতে চায়না সহশ্র বাধার মাঝে।
বাংলা দিয়ে বলবো বলে জন্মেছি আমি
তোমার সাথে আমার কি প্রেম জানে অন্তর্যামী।
বাংলা বলে হৃদয় জুড়ায় আমার
তোমায় ছাড়া এই ধরাতে চাইবো কাকে আর।
তোমার সাথে আমার কি প্রেম জানে অন্তর্যামী।
বাংলা বলে হৃদয় জুড়ায় আমার
তোমায় ছাড়া এই ধরাতে চাইবো কাকে আর।
বাংলার কাছে আমি ভিশন ঋণি
ঋণ শুধানোর সঠিক পথ আমি নাহি জানি।
বাংলা বলে তবুও আমি জুড়ায় আমার প্রাণ
তোমায় নিয়ে আনমনে বাধি কতো গান।
ঋণ শুধানোর সঠিক পথ আমি নাহি জানি।
বাংলা বলে তবুও আমি জুড়ায় আমার প্রাণ
তোমায় নিয়ে আনমনে বাধি কতো গান।
বাংলা তোমার বসত শুধু আমার প্রানের ভিতর
তোমায় নিয়ে আমি বাধি কতো রঙিন ঘর।
বাংলা তোমায় বাসব ভালো সারা জীবন ভর
শেষ বেলাতে তুমি আমায় করো নাকো পর।
তোমায় নিয়ে আমি বাধি কতো রঙিন ঘর।
বাংলা তোমায় বাসব ভালো সারা জীবন ভর
শেষ বেলাতে তুমি আমায় করো নাকো পর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন