সোমবার, ১০ আগস্ট, ২০১৫

আমি জানি মনের অনেক দুঃখ আছে,
দুঃখের ভাঁড়ে সে আজ বড় ক্লান্ত-নিমজিত্ত
অন্নের আকশ সীমায় উড়ে তার আকশের ঘুড়ি
নাটায় ছিরে বিদায় নিয়েছে ক্লান্ত হউয়া মনের থেকে
নিমজ্জিত মনে সে পা মাড়িয়ে গেছে, মনের হলদে আবরণে
ফেলেছে কালছে দাগ-কেন আমি জানি।
আজ মনের ঘরে সুভাষ ছড়ায়না কোন ফুল
সাদা জবা আর সাদা থাকে না মনের ঘরে
রক্ত জবা হয়ে সে চলে আকশের ঐপারে
যাবার আগে বার্তা দিয়ে যায় মনের কাছে-
“কষ্ট হলে চলে এসো আমার কাছে-
আমি জানি তোমার অনেক কষ্ট আছে”।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন