বসন্ত এসে গেছে
নীল
কুয়াশা ফুঁড়ে মিষ্টি রোদ উঁকি দিয়েছে জানালাতে,
শরীর জড়ানো শাল ছেড়ে বুড়া চলেছে আড়ংয়ে,
কচিরা করছে দোউড়ছোট দিক-বেদিক হরদমে,
গ্রামের সরলা চুল ছেড়েছে দক্ষিণের বাতাসে,
বিলের মাঝে নেমেছে হুল্লুর মাছ ধরার ছলে।
চিকচিক বালিয়াড়ি মানিয়েছে খুব গাঙের পাড়ে,
শাখা পল্লবী ভরেছে বাহারি রঙের ফুলে,
ব্যস্ততা বেড়েছে মৌমাছি দলের মধু সন্ধানে,
চারদিক মুখরিত অবিরত পাখির কাকলীতে,
দূরের আসমান সেজেছে নীলাচল সাদাপাড় শাড়িতে।
বসে দেখে দেখছি সব তখন কে যেনো বলছে কানে কানে,
আজ থেকে দিন রঙিন - বসন্ত এসে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন