সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৩

আমি পাপ বলছি(নীল কাব্য ১৪)

আমি পাপ বলছি
নীল

হুম, আপনি ঠিক ধরেছেন,
আমি পাপ! আমি পাপ বলছি!
শুনেছি লগ্নে আমার জন্ম হয়নি, তাই আমি পাপ।

অনুমান আপনি ঠিক করেছেন,
জন্মের পরেই মুখেতে আমার মধু নাকি পরেনি, তাই আমি পাপ।

এই ভাবনাটাও ঠিক ভেবেছেন,
জন্মের পরেই কানেতে আজান দেয়নি নাকি কেউ, তাই আমি পাপ।

শেষ বাজিটাও জিতেই গিয়েছেন,
পিত আমার কে আমি আজও খুঁজি, তাই আমি পাপ।
হুম, সত্যি! আমি পাপ বলছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন