সালাম-জব্বার-রফিক-বরকত
নীল
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”-ধ্বনিত হয়ছিল সেই
বায়ান্নে
বরকতের কানে কে জানি বলেছিল
সালামকে জানি’না কে মন্ত্র পড়িয়েছিল
আর তাই সেই বায়ান্নে আকশে-বাতাসে বাংলার
মাটিতে
ধ্বনিত হয়েছিল-“রাষ্ট্র ভাষা বাংলা চাই”।
আজ আমি মায়ের ভাষা পেয়েছি আমার কণ্ঠে
দিয়ে বলি সালাম-জব্বার-রফিক-বরকত
এবং নাম না জানা আরও অনেক শহীদকে,
মুছে যায়নি বৃথা যায়নি তোমাদের আত্তাদাম
তার প্রমান আমরা আজও রেখেছি- ধারন করে আছি
বুকে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো সেই একুশে
ফেব্রুয়ারী
আমরা আজও ভুলিনি- ধারন করে আছি বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন