বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

না পাওয়া স্বাধীনতা (নীল কাব্য ১৩)


না পাওয়া স্বাধীনতা
নীল

আমাকে তোরা স্বাধীনতা দে
শামসুর রাহামানের কবিতায় নয়
নজরুলের বিদ্রুহে নয়
আমাকে সত্যিকারের এক মুষ্টি স্বাধীনতা দে।
যে স্বাধীনতায় আমাকে হতে হবেনা
কাঁটা তারে ঝুলে থাকা ফেলানি,
যে স্বাধীনতায় আমি বিশ্ব জয় করবনা
নুতন আর এক বিশ্বজিৎ হয়ে,
সিমান্তে আমাকে লাশ বানাবেনা যে স্বাধীনতা
আমাকে আমার সিমানা থেকে তুলে নিবেনা যে স্বাধীনতা
আমাকে সেই স্বাধীনতা দে।
আমাকে স্বাধীনতা দে বেঁচে থাকার
যেখানে আমাকে হতে হবে না গুম
সাদা পোশাকের গুণ্ডাদের যাত্রি হতে হবেনা আমাকে
আমাকে হেঙ্কাপ পরা লাশ হয়ে পরে থাকতে হবেনা যে স্বাধীনতায়
আমাকে সেই স্বাধীনতা দে।
আমাকে মুক্ত হবার স্বাধীনতা দে
তোর জটিল অর্থনীতি যেখানে আমাকে খুন করবে না
আবাসনাভাবে আমাকে থাকতে হবেনা ফুটপাতে
খাদ্যাভাবে কুড়িয়ে খেতে হবেনা খাবার ডাস্টবিন থেকে
বস্রহিন হয়ে কাপতে হবেনা আর কোন শিতে যে স্বাধীনতায়
আমাকে সেই স্বাধীনতা দে।
আমাকে মুক্তিযুদ্ধের চেতনায় বাঁচার স্বাধীনতা দে
আমার মাকে লুটে খাওয়া হায়েনার সাথে না মিশার
স্বাধীন বাংলার পতাকা রাজাকারের গাড়িতে না দেখার
রমনার বটমূলের নিরশ্রংশতার সাক্ষী না হওয়ার যে স্বাধীনতা
আমাকে সেই স্বাধীনতা দে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন