তোমাকে ছাড়া
নীল
একাকী হেটে চলা নির্জন রাস্তায়,
অতিতের কথা ভেবে চলছি, যার গন্তব অজানা।
বিষাদময় অতিত ভেবে কোলাহলেও নিজেকে একা
লাগে!!
মনে পরে গত হওয়া তোমার কথা, তোমার চলে যাওয়ার
কথা।
তোমার শুন্যতা আমার হৃদয় করেছে খণ্ডিত
যেমনটা হয় চৈত্রের খরতাপে ফসলী জমির বুক
অথবা হাতুড়ের ইট বাঙ্গা কংক্রিট।
আমায় অশ্রু সিক্ত করেছে তোমার শুন্যতা
যেমন করে পাহারিকা গাত্র বেয়ে ঝরে ঝর্ণাধারা
অথবা আকশ থেকে অঝরে ঝরে বৃষ্টিধারা।
এখন যখন আধার নামে, চারদিকে নিকশ কাল অন্ধকার
আমি তখন জানলা খুলে দৃষ্টি রাখি কাল আকশে
আমার কাছে আমি জানতে চাই আমার ভুল
কি এবং কেন......?
তোমাকে ছাড়া সময়টা আমার এমনি কাটছে।
আমার হাশি-সুখ-আনন্দ আজ নিষিদ্ধ পল্লির সদস্য
তাদের লোকালয়ে খুঁজে পাইনা, যা পাই তাতে থাকে
নেশা লাগানো কষ্ট- সে আমাকে হজম করছে
ইচ্ছেমত।
এতো যন্ত্রণাতেও যখন আমি আমাকে খুঁজে পাই
তখন দেখি আমার আমি তোমাকে নিয়ে ভাবছে
তোমার সাথে কাটানো প্রহর মনে করছে
তোমাকে ছাড়া আমার সময়টা এমনি কাটছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন