মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

ঝুম বৃষ্টি

ঝুম বৃষ্টি
নীল
--------------------------
ঘুমভাঙানিয়া ঝুম বৃষ্টি,
তোমাকে আমার ভালো লাগে ভীষণ।
তুমি যখন ঝুম করে পড়তে থাকো আকাশ ফুঁড়ে,
আমার গভীর ঘুম ভাঙে তোমার ঝুম শব্দের তালে।
ইচ্ছে হলেই জানালা ভেদে সিক্ত করো,
বৃষ্টিকণা কণার হালকা পরশে ভিজিয়ে দাউ আমাকে।

কোনো রাতে আমি যখন টিনের চালের তলে,
তুমি একাধারে পড়তে থাকো ঝুমঝুমিয়ে,
হয়তো আমি শেষ রাতের তীব্র ঘুমে, আমার সে ঘুমও তখন ভাঙে।
তুমি ঝরতে থাকো টিনের চালে
আর খুঁজতে থাকো ছিদ্রি,
খুঁজে পেলেই সোগাহ ভরে জলে ভিজাও মোর।

গহীন গাঙের মাঝ খানে আমি কোষ নৌকার পরে,
তুমি ঝুম করে নামতে থাকো,
অবিরত পড়তে থাকো,
তুমি তোমার সব জলে তখন আমায় করো আলিঙ্গন।
তখন তুমি আমি এক সাথে থাকি কিছু সময়।

ও ঝুম বৃষ্টি,
আমি তোমাকে খুঁজেফেরি,
পাহাড়ে খুঁজি, নদীতে খুঁজি, পাখির চোখে খুঁজি।
তুমি তোমার সময় ধরা দাউ,
আর বাকি সময় আমি থাকি তোমার বিরহে। 

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে
নীল

কুয়াশা ফুঁড়ে মিষ্টি রোদ উঁকি দিয়েছে জানালাতে,
শরীর জড়ানো শাল ছেড়ে বুড়া চলেছে আড়ংয়ে,
কচিরা করছে দোউড়ছোট দিক-বেদিক হরদমে,
গ্রামের সরলা চুল ছেড়েছে দক্ষিণের বাতাসে,
বিলের মাঝে নেমেছে হুল্লুর মাছ ধরার ছলে।

চিকচিক বালিয়াড়ি মানিয়েছে খুব গাঙের পাড়ে,
শাখা পল্লবী ভরেছে বাহারি রঙের ফুলে,
ব্যস্ততা বেড়েছে মৌমাছি দলের মধু সন্ধানে,
চারদিক মুখরিত অবিরত পাখির কাকলীতে,
দূরের আসমান সেজেছে নীলাচল সাদাপাড় শাড়িতে। 

বসে দেখে দেখছি সব তখন কে যেনো বলছে কানে কানে,
আজ থেকে দিন রঙিন - বসন্ত এসে গেছে।