রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

নীলাকে যেদিন প্রথম দেখি ( নীল কাব্য ১০)


নীলাকে যেদিন প্রথম দেখি
নীল


প্রতিমার সাজে তুমি এসেছিলে আমার চোখের প্রান্তে
আমার উন্মুক্ত নয়ন জুড়া তোমাকে দেখে অবাক;
বিস্মিত অপলক দৃষ্টি শুধু তোমাতে’ই ছিল।
সৃষ্টির সকল রুপ-লাবণ্যে তুমি যেন আঁকা
অসীম রঙের মিশেলে চিত্রিত তোমার কায়া।
সোনালী ধানের মত তোমার বর্ণিল রূপ
আর রেশম কোমল বদনখানি
আমাকে উন্মাদ করেছে।
হরিণীর মত অপরুপ অক্ষি-যুগলের
খানিক দৃষ্টি তুমি আমার উপর রেখেছিলে
সেই প্রথম বেলাতেই।
তোমার নয়ন তারা কাজল-দিঘির
গভীর জলের মত গভীর
যেখানে বিনাশ্রমে আমাকে ডুভিয়ে নিলে।
অধরে তোমার গুলাপের পাপড়ির ভাজ
গুলাপের মতই রং
যা দেখে তনয়ারা হবে হিংসা-কাতর
আর পুং-অধর আলতোভাবে সঙ্গঘৃষ্ট হতে চাইবে;
আমি’ও এর বেতিক্রম হতে পারিনি।

তোমাকে দেখা সেই প্রথম দিন থেকে
জন্ম নেয়া আবেগ, যা আমি তখন বুঝিনি
তা আজ পবিত্র ভালবাসা হয়ে গেছে
আর তা আজও বেঁচে আছে আমার অন্তরালে।
হয়তোবা ধরা নামের তাসের ঘরে আমি থাকব না
কিন্তু নীলা- তোমার জন্য জন্ম নেয়া ভালবাসা
বেঁচে থাকবে অনন্ত কাল। মহাকালের জাত্রায়
তুমি আমার ভালবাসা আগলে রেখ;
যাতে এই আগলে রাখা ভালবাসা মহাপ্রলয়ের
পরের জগতেও তোমাকে আমার করে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন