তোমার জন্যে বেঁচে থাকা
নীল
জীবনের বেঁচে থাকার সব মুহূর্ত আজ অর্থহীন!
ভাল লাগার সমস্ত কিছু আজ মূল্যহীন!
জানতে চাও কেন?
কারন- আমার বেঁচে থাকা, ভাল লাগা আর
আমার হৃদয় নিগ্রানু ভালবাসা তোমার জন্যে।
তোমার জন্যেই এই জীর্ণ ধরিত্রীতে আমার ছুটে
চলা
আর তোমার জন্যেই আমার বেঁচে থাকা।
তুমি আমার বেঁচে থাকার শেষ আশা, আমার অন্তিম
আবস;
শুন্য আকশে এক ফালি চাঁদের আলো বা
মরুর বুক শীতল করা ঐ গাছের থেকেও বেশি কিছু
তুমি।
তুমি হাজার ঝিনুক খোজে পাওয়া মুক্তার
থেকেও বেশি কিছু আমার কাছে।
তুমি আমার আদি-অন্ত উদয়-অস্ত।
মন দরজার খিল আজ তোমার তরে খুলে দিয়েছি,
আত্মার গহীনে পালঙ্ক পেতেছি- অপেক্ষা শুধু
তোমারই জন্যে।
মহাকালের যাত্রায় তোমাকে আমার করে নিয়েছি,
জানি তুমি সহ এই তরী তীরে নুঙ্গর করতে সহস্র
যাতনা
বিনিদ্র রজনী আর অসংখ্য প্রতিকুল ঢেউ আমাকে
পাড়ি দিতে হবে;
এর সব আমি উত্রে যাব শুধু তোমার আশায়;
লক্ষ বাঁধার কাছেও আমি অজেয় হবো শুধু তোমার
জন্যে।
আমি বেঁচে আছি শুধু এবং শুধুই তোমার জন্যে,
‘তুমি’ আর ‘আমি’ এই দুইকে সন্ধি করে ‘আমরা’ করার
জন্যে আমার বেঁচে থাকা। এই বেঁচে থাকা
অর্থপূর্ণ হবে তোমার ভালবাসাতে; ঈশ্বরের নামে
বলছি-
তোমার একটু চাওয়াতে’ই আমরা উড়তে পাড়ি একসাথে,
বসতে পাড়ি এক ডালে, থাকতে পাড়ি এক নীড়ে,
তুমি আমাকে আর আমি তোমাকে এক ডুরে বাঁধতে
পাড়ি ভালবেসে,
শুধু ভালবাসাই থাকবে আমাদের মাঝে যা একান্তই
আমাদের।
আমি জানিনা কেন তোমাকে আমার এত প্রয়োজন,
কেন মনের পবন তোমার পালে লাগে, শুধু জানি-
তুমি আমার জন্যে বাঁচবে আমি বাঁচব তোমার
জন্যে;
কারন- আমি তোমার জন্যেই বেঁচে আছি আর
তোমার জন্যেই বাঁচব শুধু তোমাকে ভালবাসি বলে।