মঙ্গলবার, ৯ জুন, ২০২০

অজানা কল্পনা

অজানা কল্পনা
নীলরুবার জন্য

অজানা কল্পনা ছড়িয়ে পড়েছে মনে মস্তিষ্কে,
তোমার ভিতর ডুবে যাচ্ছে, তোমার প্রেমে মাতাল হচ্ছে।
কি ভাবছে, কি চাচ্ছে...
অজানা কল্পনা করেই চলেছে!

যখন রাখবে তোমার হাত এই হাতে,
কি চাইবে আর সে? জান্নাত তো পেয়েছে!
তুমি থাকলে পাশে, কি হবে নিখিল দুনিয়া দিয়ে?
তোমার প্রেম শুধা পিয়ে, হারাবো অজানাতে!

দক্ষিণা বাতাসের যতটা কাছে ফুলের খুশবো,
যতটা কাছে ঠোঁটের নতুন গানের সুর,
নির্ঘুম রাতের যতটা কাছে মনের ভাবনা,
যতটা কাছে বাহুর মাঝে অতৃপ্ত আলিঙ্গন,
স্বপ্ন থাকে যতটা কাছে চোখের দৃষ্টির,
ঠিক ততোটা কাছে থাকবো শুধু তোমার হয়ে।

মন গোপনের যতটা কাছে হৃদয়ের কম্পন,
যতটা কাছে মেঘের থাকে বৃষ্টির ফোঁটাগুলো,
চাঁদ ছাড়া রাতের যতটা কাছে অমাবস্যার আধার,
যতটা কাছে নয়নের মাঝে পেঁয়াজে তোলা কাজল,
দরিয়ার বুকে যতটা কাছে অশান্ত লহরী,
ঠিক ততোটা কাছে থাকবো শুধু তোমার হয়ে।

নীলরুবা থাকে কাছে দিয়েছে হৃদয়ে হৃদয়,
অজানাতে হারাবো দুজন আর কিসের ভয়!