আজ নাকি কাল
নীল
কেন অপেক্ষা আগত কালকের,
কে দিয়েছে নিশ্চয়তা, কে বলেছে আসবেই সেই কাল।
থেমে থেকোনা হে পথিক,
ধরে রেখোনা ইচ্ছা,
জমিয়ে রেখোনা কথা,
থেকোনা আর অপেক্ষায়,
হয়তো সে দিবে আপেক্ষ, অনুতাপ, ব্যাথা।
ইচ্ছা পূরণ হোক আজকেই,
বলেই ফেলো না বলা কথা,
ভালোবাসা রেখো না জমা,
আজি দাও তাকে সপে,
কে জানে কাল কি হবে!
নীল
কেন অপেক্ষা আগত কালকের,
কে দিয়েছে নিশ্চয়তা, কে বলেছে আসবেই সেই কাল।
থেমে থেকোনা হে পথিক,
ধরে রেখোনা ইচ্ছা,
জমিয়ে রেখোনা কথা,
থেকোনা আর অপেক্ষায়,
হয়তো সে দিবে আপেক্ষ, অনুতাপ, ব্যাথা।
ইচ্ছা পূরণ হোক আজকেই,
বলেই ফেলো না বলা কথা,
ভালোবাসা রেখো না জমা,
আজি দাও তাকে সপে,
কে জানে কাল কি হবে!