বুধবার, ১৯ জুন, ২০১৯

আজ নাকি কাল

আজ নাকি কাল
নীল

কেন অপেক্ষা আগত কালকের,
কে দিয়েছে নিশ্চয়তা, কে বলেছে আসবেই সেই কাল।
থেমে থেকোনা হে পথিক,
ধরে রেখোনা ইচ্ছা,
জমিয়ে রেখোনা কথা,
থেকোনা আর অপেক্ষায়,
হয়তো সে দিবে আপেক্ষ, অনুতাপ, ব্যাথা।
ইচ্ছা পূরণ হোক আজকেই,
বলেই ফেলো না বলা কথা,
ভালোবাসা রেখো না জমা,
আজি দাও তাকে সপে,
কে জানে কাল কি হবে!

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

ভালোবাসার নিবেদন

৫ টা ৩১ মিনিট,
বৃহস্পতিবার, ১৩ রা জুন, ২০১৯।
টোকিও, জাপান।

ভালোবাসার নিবেদন

তোমার সিন্ধু ভালোবাসা,
সে আমার নয় আমি জানি,
এক বিন্দু ভালোবাসা দাউ,
বুকের গভীরে রাখিব সজনী।

হবেকি খুব এমন ক্ষতি তোমার,
খানিক ভালোবাসা খোয়ালে মোর তরে,
রেখে দেবগো তোমার ভালোবাসা,
গহীন বুকে খুব যতনে, খুব আদোরে।

তোমার নয়নে যবে নয়ন রাখি,
ইশ! কি যে অপরূপা কাজলী নয়ন,
প্লিজ, ফেলনাগো  আখির পলক পরানি ,
আমি করিব তাহাতে হাররোজ শয়ন।

তোমার ঠোঁট যেন গোলাপের পাঁপড়ি,
তাই মন চাই আজ হয়ে যায় ভ্রমর,
আমি গুনগুনিয়ে তোমার পাশে রোজ,
খাবো মধু, দিয়ে মিষ্টি কামড়।

ইচ্ছা করে তোমার দেখা পেতে,
যদি সত্যি করে আসে কভু সেখন,
প্রমিজ আমি করবো না দেরি,
মিশে যাবোগো কায়াতে তোমার, হয়ে দখিনা পবন। 

সোমবার, ১০ জুন, ২০১৯

দুষ্টু মিষ্টি

যখন তুমি একলা ঘরে
অলস শরীর বিছানায় দিয়ে
কাল চুল বালিশে ছড়িয়ে
দুপাট্টা বুকে জড়িয়ে থাকবে শুয়ে;
দরজাতে তখন খিল লাগাব
মনেতে আমার কাম জাগাব
চোখেতে আমার নেশা লাগাব
আলতু করে জড়িয়ে ধরে
ঠুট জুড়াতে
দুষ্টু করে কামড় দিব।

যখন তোমায় একলা পাব
আলতা দিয়ে পা রাঙ্গাব
এক পায়েতে নূপুর দিব
হাতে একটা বালা দিব
চোখের নিচে কাজল দিব
আর ঠুটের মাঝে
দুষ্টু করে কামড় দিব।

যখন অনেক আধার হবে
কুপির আগুন নিবিয়ে দিব
জানালাটা খুলে দিয়ে
চাঁদের আলো লুটিয়ে নিব
ঝিঁঝিঁ পোকার গান শুনিয়ে
তোমায় আমি ঘুম পারাব
ঘুমানোর আগে তোমার ঠুটে
দুষ্ট করে কামড় দিব।

যখন ভোরের পাখি উঠবে ডাকি
আমি তোমার মুখ হেরিব
পাখির মত মিষ্টি করে
তোমার কানে গান শুনাব
গান শুনিয়ে ঘুম ভাঙ্গাব
আর...
জড়িয়ে তোমায় বুকে নিয়ে
মিষ্টি করে চুমু খাব।